News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মহাসড়কের ৫০ অধিক ডাকাতিতে জড়িত তাঁরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৬:৫৮ পিএম মহাসড়কের ৫০ অধিক ডাকাতিতে জড়িত তাঁরা

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, একটি স্টীলের তৈরি চাপাতি, একটি বড় ছোরা,একটি হাতুড়ি এবং একটি শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবের চর এলাকার মৃত রহমানের ছেলে বর্তমানে কুমিল্লার হোমনার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ডাকাত সর্দার সুজন (২০), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন চা বরকান্দি এলাকার মো. নানু মিয়ার ছেলে মো. রাসেল (২৭), চাঁদপুরের মতলব থানাধীন মুক্তির কালি এলাকার মৃত তোফাজ্জলের ছেলে আলাউদ্দিন (১৯), পাবনার এনামুল হকের ছেলে মো. বাদশা হোসেন দিপু (২০), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন নতুন বাচর এলাকাট জামাল হোসেনের ছেলে সাব্বির (১৮), সোনারগাঁয়ের কাইকারটেক এলাকার মো. মনোয়ার হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (১৯), কুমিল্লার হোমনার নীতি লালবাগ এলাকার শাহজাহানের ছেলে মো. মিন্টু (২৩), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন পুরান বাউসিয়া টেকপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. সিয়াম (১৯)।

শুক্রবার (১৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জের কালীবাজার এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্ক্রোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং তাদের দলের সদস্য সংখ্যা ১২-১৫ জন। এই ডাকাত দলের সর্দার মো. সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছিল। গত দুই বছরে তাঁরা এই মহাসড়ক থেকে প্রায় ৫০টিরও অধিক ডাকাতি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তাদের গজারিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Islams Group
Islam's Group