News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

সাবেক ওসি ও এসআই কারাগারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০২:৪৪ পিএম সাবেক ওসি ও এসআই কারাগারে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও সেকেন্ড অফিসার (এসআই) সাধন বসাককে কারাগারে পাঠিয়েছে আদালত।

১২ মার্চ রবিবার জেলা ও দায়রা জজ আদালতে এ দুইজন আত্মসমর্পণ করলে বিচারক মো. আসসামস জগলুল হোসেন দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে একই আদালত দুইজনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তারা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন লাভ করেন।

তিনি আরও বলেন, জামিনের মেয়াদ শেষে তারা আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থণা করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ২০১৮ সালের ১১ নভেম্বর যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে সোনারগাঁ থানার সাবেক ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নিয়ে নির্যাতন করেন। এক পর্যায়ে তারা জাহিদুল ইসলাম স্বপনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দেন তারা।

তিনি আরও বলেন, পরে জাহিদুল ইসলাম স্বপন কোর্টে এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। আসামিরা আমাকে সাক্ষী না দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেন। আমার বাড়িতে গিয়েও হুমকি দেন তারা। পরে এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা করি। সেই তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি শেষে আদালত ওসি মোর্শেদ আলম ও সাধন বসাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Islams Group
Islam's Group