ফতুল্লায় ইয়াবা ট্যাবলেট সহ আসাদুজ্জামান ওরফে শান্ত (২৩) ও মো. মহসীন ওরফে বাবুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ২৮ জানুয়ারী শনিবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানা সীমান্তের দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট করে পুলিশ।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওরফে শান্ত জেলার সদর থানার নন্দিপাড়ার মো. দুলালের ছেলে ও একই থানার নন্দিপাড়ার দেলোয়ারের ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে মো. মহসীন ওরফে বাবু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দেওভোগ পানির ট্যাংকস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে একশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আসাদুজ্জামান ওরফে শান্ত ও মহসীন ওরফে বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :