ফতুল্লায় হত্যা, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলার আসামী শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয়কে (২২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয় দাপাইদ্রাকপুরস্থ রেলস্টেশন এলাকার আব্দুল হাইয়ের ছেলে। ২৮ জানুয়ারী শনিবার রাতে তাকে পিলকুনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় থানার পিলকুনী এলাকায় অভিযান জয়কে গ্রেফতার করা হয়। অটোরিক্সা ছিনতাই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :