রোববার (১৫ অক্টোবর) থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় ৫ম-৯ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এইচপিভি টিকা প্রদান করার কার্যক্রম উদ্বোধন করা হয়।
১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, বিজ্ঞান শিক্ষক শ্রীকান্ত নন্দী, আলো ক্লিনিকের ম্যানেজার মো. বদিউজ্জামান, সুপারভাইজার এস.এম মোর্শেদ, ১৫নং ওয়ার্ড সচিব মো. আবুল কালাম প্রমুখ।
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। যার একটি ডোজই যথেষ্ট। এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। তাই তোমরা নিজেরা এবং তোমাদের আশেপাশে অবস্থানরত এই বয়সের যে সকল কিশোরীরা রয়েছে তাদের প্রত্যেককে এই টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবে। ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, নয়ামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বংশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলো ক্লিনিক, মিনা বাজার এবং নগর ভবনের ইপিআই সেন্টারে এই টিকা প্রদান করা হবে। আজ টিকা কার্যক্রমের উদ্বোধনী দিবসে ২০২ জন ছাত্রীকে টিকা প্রদান করা হয়। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ের কিশোরীরা অনলাইনে নিবন্ধন করে এইচপিভি টিকা গ্রহণ করতে পারবে।
আপনার মতামত লিখুন :