নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৫০০ জন শিক্ষার্থী ও কমিউনিটির ৪ হাজার জন কিশোরীকে দেয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা। আগামী ১৫ অক্টোবর থেকে দুই ধাপে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের এই টিকা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ৩৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এবং ১০ বছর থেকে ১৪ বছর পর্যন্ত কিশোরীদের কমিউনিটিতে এই টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাসিকের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী। এসময় প্রেসেন্টেশন উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. ফারহানা রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। প্রতি বছর বিশে^ ছয় লাখ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যার মধ্যে তিন লাখ মারা যাচ্ছে। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে প্রতি লাখে অন্তত ১১ জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ৪ হাজার ৯৭১ জন নারী। জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির প্রায় ৩৭ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে আগামী ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১০ কর্মদিবসে স্কুল পর্যায়ে এবং ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ৮ কর্মদিবসে ৩টি স্থায়ী কেন্দ্র ও ১৪৫টি অস্থায়ী কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৪ হাজার জন কিশোরীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন হবে।
আপনার মতামত লিখুন :