নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক (সুপার) ও উপ-পরিচালক ডা. মো. আবুল বাশার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে দেশ স্বাধীন না হলে কিন্তু আমরা চিকিৎসক হতে পারতাম না। আপনারাও হয়তো সরকারি কর্মচারী হতে পারতেন না। বঙ্গবন্ধুর একটি কথা আমার আজো মনে পড়ে। বঙ্গবন্ধু বলেছিলেন পাকিস্তান সব নিয়ে গেছে কিন্তু কিছু চোর রেখে গেছে। সেইসব চোরেরা আজো আছে। সেইসব চোরদের কারণে আমরা এখনো সেবা বঞ্চিত হচ্ছি। আমরা সবাই রাষ্ট্রের কর্মচারী। তাই আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের খানপুরস্থ নারায়ণঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্ববধায়ক (সুপার) ও উপ-পরিচালক ডা. মো. আবুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ডা. মোঃ নিজাম আলী, ডক্টরস ওয়েলফেয়ার কমিটির সভাপতি ও গাইনী বিভাগীয় প্রধান ডা. জাহাঙ্গীর আলম, ডক্টরস ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল মালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দেবরাজ মালাকার, আর এস ডা. আব্দুল কাইউম, রেজিষ্টার ডা. আব্দুল মালেক, ডা. অলোক কুমার সাহা, সেবা তত্ত্বাবধায়ক ফাতেমা বেগম, নার্সিং এসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন, ওয়ার্ড মাষ্টার শেখ আনসার আলী, ১৭-২০ গ্রেড ৩০০ শয্যা হাসপাতাল ইউনিটের সভাপতি মো. নূরে আলম রনি। উপস্থিত ছিলেন ১৭-২০ গ্রেড ৩০০ শয্যা হাসপাতাল ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া, সহ সভাপতি মো. সাইদুর রহমান, সহ সভাপতি মো. ইয়াসিন ফকির, সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম, দপ্তর সম্পাদক রকিব হোসেন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক কাজী ইকবাল, মহিলা সম্পাদক ফরিদা বেগম, কার্যকরী সদস্য প্রহল্লাদ চন্দ্র দত্ত, বাচ্চু লাল, শ্রী মিঠু কুমার রাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ডক্টরস ওয়েলফেয়ার কমিটির সহ-সভাপতি ডাক্তার জহির উদ্দিন, ডাক্তার শাহ কাছেদুর রহমান, ডাক্তার ইফতেখার উদ্দিন সাগর, ডাক্তার জহিরুল কাদের ভূঁইয়া, ডাক্তার মাহবুব হাসান, ডাক্তার মোহাম্মদ আতিকুল বারি, ডাক্তার মোঃ মিনহাজ উদ্দিন আহমেদ, আরো অনেকে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আখতারুজ্জামান ও তার কমিটির সদস্যবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতাল প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও ডক্টরস এসোসিয়েশেন, নার্সিং এসোসিয়েশন ও ১৭-২০ গ্রেড ৩০০ শয্যা হাসপাতাল ইউনিটের পক্ষ থেকেও পুস্পার্ঘ অর্পণ করা হয়। এরপর একটি শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :