News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

ডাক্তারদের নেতাকে মারধর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৫:৪১ পিএম ডাক্তারদের নেতাকে মারধর

নারায়ণগঞ্জে স্বাচিপ নেতা ডা. বিধান চন্দ্র পোদ্দারের উপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ একই সংগঠনের সদস্য ডা. সোহেল, নিজাম, অলোক ওই হামলায় সম্পৃক্ত। তবে অভিযুক্তদের দাবী, তারা কোন হামলা বা মারধর করেনি। বিধান স্থানীয় ডাক্তারদের চোখ রাঙাতো। এতে কেউ কেউ ক্ষুব্ধ হয়ে হয়তো উচ্চবাচ্য করেছে।

১ মার্চ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগার প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। এদিন জেলা গ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিলো। সেখানে অংশ নিতে এসেই হামলার শিকার হন তিনি।

ডা. বিধান শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একটি কোয়ার্টার দখল করে রেখেছেন। তাঁর স্ত্রী ও তিনি ডাক্তার। কিন্তু তিনি চারটি ফ্ল্যাট দখল করে বসে আছেন। তার বিরুদ্ধে আছে স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ।

ডা. বিধান অভিযোগ করে বলেন, ‘আজকে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠানে যোগদিতে ডাক্তার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা আসেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে স্বাচিপের তিনজন নেতাও রয়েছেন। আমি যেহেতু নারায়ণগঞ্জ স্বাচিপের সাধারণ সম্পাদক এবং বিএমএ নারায়ণগঞ্জ এর সহ সভাপতি সেহেতু আমাকে আগেই খবর দেয়া হয়েছিলো। উনারা ৪টায় চলে আসেন নারায়ণগঞ্জে। এর মধ্যে আমাদের কেন্দ্রীয় স্বাচিপের মহাসচিব উনি প্রথমে সোনালি ব্যাংকে এসে কিছু সময় বিশ্রাম নিলেন। পরে বললেন ‘আমার সাথে একজন আসো তোমরা।’ তার কথা অনুযায়ী আমি তার গাড়িতে উঠে বসি।

এরপর গ্রন্থাগার প্রাঙ্গনে নামতেই দেখি সেখানে বিএমএ নির্বাচনে পরাজিত হওয়া ডা. সোহেল সহ নিজাম অলোক এবং বেশ কয়েকজন নন ডাক্তার আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমি নামতেই আমাকে সোহেল, নিজাম বললো ‘তুই এখানে কেন?’ এরপরেই চার পাঁচজন মিলে আমাকে অতর্কিত মারধর শুরু করলো। কোন কারণ ছাড়াই আমাকে মারতে লাগলো তারা। পড়ে আশেপাশের মানুষ এসে তাদের নিবৃত করে। কি কারণে মারা হলো আমাকে? কেন এই আক্রমণ তা আমি জানিনা।

ডা. বিধান বলেন, ২০১৮ সালের বিএমএ নির্বাচনে সোহেল আমার কাছে পরাজিত হয়। কিন্তু সেই ঘটনার রেশ তো এতদিন চলতে পারে না। আমি এই ঘটনার পর থানায় মৌখিক অভিযোগ করেছি। একই সাথে আমার মহাসচিবের সামনেই এই ঘটনা ঘটেছে। এনিয়ে কেন্দ্রীয় নেতারা বসবেন। আমি সেখানে লিখিত অভিযোগ করবো। আমি সরকার কর্মকর্তা। আমাকে মারধরের ঘটনার বিচার অবশ্যই চাইবো।

এদিকে অভিযুক্তদের একজন বলেন, ডা. বিধানের বাড়ি অন্যত্র। সে নারায়ণগঞ্জের স্থানীয় ডাক্তারদের প্রায়শই চোখ রাঙানি দিয়ে কথা বলেন। অনেক ডাক্তারের সঙ্গে অশোভন আচরণ করে। হয়তো এসব কারণে ক্ষুব্ধ কেউ কেউ হামলাটি করতে পারে।

Islams Group
Islam's Group