নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেছেন, ২২-৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে স্কুলের ৫-১৬ বছরের শিক্ষার্থীদের খুদে ডাক্তার টিমের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হবে। এবার ট্যাবলেটটি ভরা পেটে চুষে খাওয়ানো হবে। বাসা বাড়িতে কোন শিক্ষার্থী যদি কৃমি ওষুধ ৩০ দিন পূর্বে খেয়ে থাকে তাহলে তাঁরাও এই কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেটের আওতায় থাকবে। প্রতিটি স্কুলের পরিচালনা কর্তাদের সুযোগ বুঝে এই ৯দিনে ওই সব স্কুলের শিক্ষার্থীদের ট্যাবলেট সম্পন্ন করা হবে। প্রতিটি শিশুকে এই কৃমি নিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতে অভিভাবকদের আন্তরিক হতে হবে। এই ওষুধের কারণে কোন শিশু ক্ষতিসাধন হওয়ার সম্ভবনা নেই।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে এডভোকেসী সভায় তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হেলথ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেছেন, শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ওষুধ চকলেট বলে তাদের খাওয়াতে পারেন। খুব সহজ উপায়ে তাদের এই কৃমি নিয়ন্ত্রণ ওষুধ দিতে পারবেন। আগে ছিল টিপ সিস্টেম, এবার কৃমি নিয়ন্ত্রণ ওষুধটি চুষে খাওয়ানো যাবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সহকারী উপ-মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা, বন্দর সহকারী উপ-মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসাইনসহ এনজিও ও স্বাস্থ্য সেবা প্রদানকারী ম্যানেজার ও সুইপারভাইজাররা।
আপনার মতামত লিখুন :