নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের ফ্রীজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখার অভিযোগে ৫০ হাজার জরিমানা করেছেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রাঃ লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারকে এই জরিমান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সহায়তায় ছিলেন পরিবেশ অধিদপ্তর ও জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা।
অভিযান প্রসঙ্গে মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত মনিটরিংয়ে অংশ হিসেবে শহরের চাষাঢ়া এলাকার মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রাঃ লিমিটেডে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছিলাম। এসময় তাদের ফ্রীজেমেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বিষয়। পরে এগুলো নষ্ট করা সহ তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :