News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

নারায়ণগঞ্জে  নয় মাসে ৪৩০ ‘ময়নাতদন্ত’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্পেশাল করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ১০:২৫ পিএম নারায়ণগঞ্জে  নয় মাসে ৪৩০ ‘ময়নাতদন্ত’

নারায়ণগঞ্জের ভাল সংবাদগুলো চাপা পড়ছে হত্যা, মারামারি ও ধর্ষণসহ নানা অপরাধ সংক্রান্ত ঘটনার সংবাদের নিচে। আইনশৃঙ্খলার চিত্রটাও হতাশাজনক। বেড়েছে তল্লাসী চৌকি, বেড়েছে টহল পুলিশ। তবুও বাড়ছে অপরাধ প্রবণতা। ঘটে যাওয়া বড় বড় অপরাধগুলো সমাজে চাঞ্চল্য সৃষ্টি করে। এ নিয়ে থাকে মানুষের অবদমিত কৌতুহল। কিছু হত্যাকান্ড বেশ রহস্যাবৃত। ঘটনাচক্রে লাশ ভাসে কখনো শীতলক্ষ্যা, কখনো বুড়িগঙ্গায়। লাশ রিকোভারি এরিয়া নারায়ণগঞ্জ। ব্যস, পুরো ঘটনার দায়ভার চেয়ে যায় নারায়ণগঞ্জের উপর। এমন ঘটনার সুরাহা করতে গিয়ে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নাকানি-চুবানির শেষ থাকে না। একটা ছোট পরিসংখ্যান থেকেই জেলার আইনশৃঙ্খলার চিত্রটা বুঝে নিতে কষ্ট হয় না। নারায়ণগঞ্জ জেলায় ১৫ নভেম্বর পর্যন্ত মোট ময়নাতদন্ত হয়েছে ৪৩০টি। যার মধ্যে ২৫০ মরদেহ। ১০০টি আত্মহত্যা ও দুর্ঘটনা ৮০ টি। সর্বশেষ বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর হত্যাকান্ডটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুর ধরণ, পারিপার্শ্বিক অবস্থা ও খুনের স্পট নিয়ে এখনো অন্ধকারে আছে পুলিশ। হয়তো র‌্যাব ও ডিবি কিছুটা এগিয়ে গেছে। তবে নিহত ফারদিনের পিতা কাজী নূরউদ্দিন তদন্তকাজে সন্তুষ্ট নন।

Islams Group
Islam's Group