News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

বন্দরে ফেলে যাওয়া নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলেন সেলিম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১১:০৯ পিএম বন্দরে ফেলে যাওয়া নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সেলিম ওসমান এমপি বিভিন্ন অসহায় মানুষের সহযোগিতা করে আসছেন। টাকার অভাবে যাদের চিকিৎসা করাতে পারছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার এরকম অসংখ্যা মানুষ রয়েছে যাদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার নূরজাহান (৯০) নামে এক নারীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন সেলিম ওসমান। যিনি প্রথমে অজ্ঞাত ছিল। যার কোনো পরিচয় ছিল না। অসুস্থ অবস্থায় বন্দর খেয়াঘাট এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন। আর এই বৃদ্ধা নারীর পুরো চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন সেলিম ওসমান। সেই সাথে তিনি বর্তমানে রাজধানীর আল বারাকাহ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডাক্তাররা বলছেন, তার পুরো চিকিৎসায় প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হবে। আর এই পুরো টাকাটাই এমনি সেলিম ওসমান নিজে বহন করবেন।

জানা যায়, গত জুন মাসে বন্দরের বাগবাড়ী এলাকায় এই অজ্ঞাত বৃদ্ধা নারীকে দেখতে পান এলাকাবাসী। গায়ে দুর্গন্ধ শরীরের বিভিন্ন স্থানে ঘাঁ হয়ে যাওয়ায় ভয়ে এলাকাবাসী এগিয়ে যাচ্ছিলেন না। পরে আফজাল নামে একজন লোক বৃদ্ধা নারীকে পরিষ্কার করে বন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেই সাথে কয়েকদিন তার চিকিৎসা করান। কিন্তু তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল যা তার সাধ্যের বাইরে ছিল।

পরে এই বিষয়টি সুযোগ বুঝে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে অবগত করান। এরপরে সেলিম ওসমান তার সমস্ত চিকিৎসার দায়িত্বভার নেন।

কুড়িয়ে পাওয়া আফজাল বলেন, আমি প্রথমে ওই বৃদ্ধা নারীকে তুলে নিয়ে হাসপাতালে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সহযোগিতায় কয়েকদিন তার চিকিৎসা করাই। পরে এই বিষয়টি আমাদের এমপি মহোদয় সেলিম ওসমানকে অবগত করালে তিনি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নারী ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এবং বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়নে আছেন। এমপি সাহেবের নির্দেশনায় উনারাই দেখাশোনা করছেন।

বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ বলেন, সেলিম ওসমান এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আল বারাকাহ হাসপাতালে ভর্তি করিয়েছি। সেখানে ১০ ডাক্তারদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবে। যা যা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন যেগুলো করে অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই চিকিৎসার সমস্ত খরচ এমপি মহোদয় বহন করবেন। চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আগামী ৫ আগস্ট অস্ত্রোপচার হবে।

Islams Group
Islam's Group