News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

‘সুড়ঙ্গ’ আসছে নারায়ণগঞ্জ সিনেস্কোপে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফারহানা মোশারফ মিতু : প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ১১:৪০ পিএম ‘সুড়ঙ্গ’ আসছে নারায়ণগঞ্জ সিনেস্কোপে

ঈদের বাকি এখনো ৭ দিন। এরই মধ্যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তোড়জোড় শুরু হয়ে গেছে ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলি নিয়ে। বেশকিছু সিনেমা মুক্তির দৌড়ে থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং প্রথমবারের মতো সিনেমা নিয়ে হাজির হতে যাওয়া ছোট পর্দার সুপারস্টার আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই তারকার সিনেমা নিয়ে তাদের ভক্তদের মাঝে হই হই রব পড়ে গেছে।

এরইমধ্যে বাংলা চলচ্চিত্রের সুদিন ফেরার ইঙ্গিত দিচ্ছে বেশ জোরেসোরেই। পাশাপাশি ছোট পর্দার কোনো তারকার প্রথম সিনেমা নিয়ে এমন হাইপও আমরা এর আগে দেখিনি এটাও সত্য। ফোরফেস্ট, পোস্টার, আইটেম গান সব মিলিয়ে ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির হাত ধরে আফরান নিশোর বড় পর্দায় যাত্রাটা কতোটা সফল হয় তা সময়ই বলে দিবে, তবে নিশোকে নিয়ে তার ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকদের এই ক্রেজ বা আগ্রহ বাংলা সিনেমা নিয়ে আমাদের নতুন করে আগ্রহ এবং আশা সঞ্চার করে তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি বহুদিন পরে হল ফেরা দর্শকের হাততালি দেওয়া এক সিনেমার নাম  হতে যাচ্ছে ‘সুরঙ্গ’! দেশের সিনেমায় তারুণ্যের জোয়ার এসেছে। তরুণ নায়ক-নায়িকারা সাফল্য পাচ্ছেন, তাদের কাজ সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচকদের কাছেও প্রশংসা পাচ্ছে। অন্যদিকে আলাদাভাবে নজর কেড়েছেন তমা মির্জা।

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত। ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

সিনে পর্দায় দর্শককে নতুন অভিজ্ঞতা দিতে ‘সুরঙ্গ’ আসছে ঈদের দিন থেকে। সুরঙ্গের ট্রেইলার দেখে দর্শক অধীর আগ্রহে অগ্রিম টিকেট সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জের সিনেস্কোপ থেকে।

সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি বলেন, ‘সুরঙ্গ’ এর অগ্রিম টিকেট বিক্রির চাহিদা অন্যান্য সিনেমার তুলনায় বেশি। ‘সুরঙ্গ’ তো মনে হয় নারায়ণগঞ্জের দর্শকদের মনে জায়গা করে নিবে এটাই এখন আশা করা যাচ্ছে বলে আশা রাখছে সিনেস্কোপ কর্তৃপক্ষ।

ছবিটি নারায়ণগঞ্জের সিনেস্কোপে প্রদর্শন হবে ঈদের দিন থেকে। শো টাইমগুলো হচ্ছে সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৫টায় এবং রাত ৮টায়।

Islams Group
Islam's Group