News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সেলিম ওসমানের গরু বিক্রির টাকা ব্যয় কোরআন শিক্ষায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২২, ২০২৩, ১০:৪৭ পিএম সেলিম ওসমানের গরু বিক্রির  টাকা ব্যয় কোরআন শিক্ষায়

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সংসদ সদস্যের পাশপাশি তিনি একজন ব্যবসায়ী নেতা। রফতানিমুখী নিট গার্মেন্ট উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সেই সাথে দীর্ঘদিন ধরে তিনি নিট গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তার আরও একটি পরিচয়ও রয়েছে। তিনি একজন সফল কৃষক। গার্মেন্টস ব্যবসার পাশাপাশি তিনি কৃষি কাজের সাথেও সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘ দেড় যুগ ধরে গরু, ছাগল, ভেড়া এবং বিভিন্ন প্রজাতির মাছ ও সবজি চাষাবাদ করে আসছেন সেলিম ওসমান। প্রতি বছরই কুরবানির ঈদে বিভিন্ন জাতের দেড় থেকে দুইশত গরু বিক্রি করে থাকেন। আর এই কুরবানির পশু বিক্রির টাকা তিনি শিক্ষাখাতে ব্যয় করে থাকেন।

তারই ধারাবাহিকতায় এবারও তিনি বিভিন্ন জাতের দেড়শত গরু বিক্রি করবেন। আর এবারের টাকা তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শিক্ষার জন্য ব্যয় করবেন। সে লক্ষ্যে আগামী ২৬ মে শুক্রবার সকাল ৯টা থেকে সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এ্যাটায়ার্স লিমিটেডের মেইন গেইটের সামনে লাইভ ওজনে গরু বিক্রি শুরু করা হবে।

আগে আসলে আগে পাবেন নীতিতে ফ্রিজিয়ান ৩০টি, শাহীওয়াল ৯৮টি, দেশী ১৭টি, মহিষ ৫টিসহ মোট ১৫০টি কোরবানির পশু বিক্রি করা হবে। সেই সাথে রয়েছে উন্নত জাতের  গারল ৩০টি। গরুগুলি লাইভ ওয়েটে ৩০০-৩৯৯ কেজি পর্যন্ত ৫০০ টাকা, ৪০০-৪৯৯ কেজি পর্যন্ত ৫৫০ টাকা, ৫০০-৯০০ কেজি পর্যন্ত ৬০০ টাকা এবং দেশী ও মহিষ ৪৮০ টাকা দরে বিক্রি করা হবে।

যত সময় পর্যন্ত গরু থাকবে তত সময় পর্যন্ত বিক্রি চলবে। গরু বুকিং দিয়ে ৫০% টাকা অগ্রিম দিতে হবে এবং নেওয়ার সময় লাইভ ওজন করে যে দাম আসবে তা পরিশোধ করে নিতে হবে। গরু ডেলিভারী নেওয়ার শেষ সময় ঈদের ৩ দিন আগ পর্যন্ত। সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিণী মিসেস নাসরিন ওসমানের মালিকানাধীন থ্রি-স্টার ফার্ম হাউজে কোন প্রকার রাসায়নিক খাদ্য ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব পশুগুলো পালন করা হয়েছে।

এর আগে, গত ৫ মে বন্দরের নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেছিলেন, আমি ইতোমধ্যে দেড়শত গরু গত দুই বছর ধরে পালন করেছি। আপনাদের দোয়ায় বর্তমান বাজারে ৪ কোটি টাকা গরু বিক্রি করতে পারবো। এই ৪ কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা বরাদ্দ দিবো নবীগঞ্জ মাদ্রাসার ছাত্রদের জন্য।

তিনি আরও বলেন, আড়াই কোটির মধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকবে এখানে একটি বিল্ডিং করার জন্য। বাকি এক কোটি টাকা দিয়ে ৪০ জন ছাত্রের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে ৪ বছরের থাকা খাওয়ার ফান্ডিং করা হবে। সেই সাথে বিল্ডিংয়ের নিচ তলায় কিছু দোকান থাকবে। যার আয় মাদ্রাসার ছাত্রদের জন্য খরচ করা হবে। আমি আমার কাজ করে যাবো। আপনাদের কাজ হবে ছাত্রদের হাফেজ হিসেবে তৈরি করার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তোলা।

যোগাযোগ :

মোবাইল : ০১৭১০২৫৪৬৩৭, ০১৭১০৬৪৫৫৩৪;

মেইল : [email protected] 

Islams Group
Islam's Group