News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

বোস কেবিনে মন্ত্রী ও মেয়র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৬:২০ পিএম বোস কেবিনে মন্ত্রী ও মেয়র

শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মেয়র সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ এবং টি১ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করার সময়ে মন্ত্রীকে নিয়ে বোস কেবিনে যান মেয়র।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় চাষাঢ়া রেল স্টেশনে আসেন মন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মেয়র আইভী। তাঁরা চাষাঢ়া রেল স্টেশন পরিদর্শন করে গাড়ি যোগে ২নং রেল গেট এলাকাতে যান। সেখানে মন্ত্রী ও মেয়র রেললাইন ধরে কেন্দ্রীয় রেল স্টেশনের দিকে যেতে থাকেন। বোস কেবিনের সামনে পৌঁছালে আইভী বলেন, ‘এ বোস কেবিনটি ঐতিহ্যবাহী। এখানকার কাকলেট ও চা খুব প্রসিদ্ধ’।

তখন মেয়রের আমন্ত্রণে বোস কেবিনে যান মন্ত্রী। কিন্তু ভেতরে জায়গা না থাকাতে তাদের জন্য বাইরে বেঞ্চ পাতা হয়। সেখানেই মন্ত্রী ও মেয়র বসে কাকলেট খান। পরে তাঁরা চা পান করেন।

Islams Group
Islam's Group