১৫ কোটি লিটার বর্জ্য শীতলক্ষ্যায়
শীতে অনেকটাই বিবর্ণ হয়ে গেছে শীতলক্ষ্যার পানি। পরিবেশ অধিদফতরের হিসেব অনুযায়ী, প্রতিদিন নরসিংদী, গাজীপুর, রূপগঞ্জ ও ঢাকার একাংশের শুধু অপরিশোধিত ১৫ কোটি লিটার শিল্পবর্জ্য বিভিন্ন খাল-বিল দিয়ে এসে শীতলক্ষ্যায় পড়ছে। এছাড়া সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালী বর্জ্য, পলিথিন, বাজারের উচ্ছিষ্ট অংশ, হোটেল রেস্তোরাঁর বর্জ্যসহ আরও কয়েক কোটি লিটার বর্জ্য এসে