News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক্য প‌রিষ‌দের ম‌নোনয়নপত্র জমা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৮:০১ পিএম স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক্য প‌রিষ‌দের ম‌নোনয়নপত্র জমা

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) নির্বাচনে ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছেন স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থীরা।

আগামী ২ মার্চ অনু‌ষ্ঠিতব্য নির্বাচনের ভোট উপলক্ষ্যে রবিবার (২৯ জানুয়ারী) দুপুর ২টায় ফতুল্লার শাসনগাঁও‌য়ে বিসিক হোসিয়ারী শিল্প নগরী‌তে অব‌স্থিত হো‌সিয়ারী ভব‌নে মনোনয়নপত্র দা‌খিল ক‌রেন প্রার্থীরা।

নাজমুল আল‌ম সজলের নেতৃ‌ত্বে স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের ১৮ জন প্রার্থী প‌রিচালনা পর্ষদের প‌রিচালক পদে নি‌জে‌দের ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। এদের ম‌ধ্যে ‌জেনা‌রেল গ্রু‌পে ১২ জন এবং অ্যাসো‌সি‌য়েট গ্রু‌পে ৬ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন।

নির্বাচন (২০২৩-২০২৫) বো‌র্ডের চেয়ারম‌্যান খন্দকার সাইফুল ইসলাম, সদস‌্য সো‌হেল আক্তার সোহান ও মো. জাকা‌রিয়া ওয়া‌হি‌দ প্রার্থী‌দের ম‌নোনয়নপত্র গ্রহণ ক‌রেন। উপ‌স্থিত ছিলেন বাংলা‌দেশ হো‌সিয়ারী অ্যাসোসি‌য়েশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সবদার হো‌সেন।

জেনারেল গ্রুপে ম‌নোনয়ন দা‌খিল করা ১২ জন হলেন নাজমুল আলম সজল, কবির হোসেন, আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ, মোজাম্মেল হক, মো. আবদুল হাই, মো. মনির হোসেন, বৈদ্যানাথ পোদ্দার, মো. সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মো. সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার (বাসেত)।

অ্যাসোসিয়েট গ্রুপের ৬ জন প্রার্থী হলেন সাঈদ আহমেদ (স্বপন), মো. নাছির শেখ, শাহীন হোসেন, আতাউর রহমান, মিজানুর রহমান, নাছিম আহমেদ।

Islams Group
Islam's Group