রিভারভিউ হাবিব ফারজানায় অবৈধ স্টকলট ব্যবসা
গার্মেন্ট কারখানার অচল পণ্য বা ওয়েস্টেজ মাল কিনে স্থানীয় বাজারে বিক্রি করে দেওয়ার চর্চা বহুবছর ধরেই চলছে নারায়ণগঞ্জে। বিশেষ করে শহরের টানবাজারের রিভারভিউ কমপ্লেক্স, ফারজানা টাওয়ার, হাবিব কমপ্লেক্স ও আল জয়নাল প্লাজাকে এই ব্যবসা পরিচালনাকারী চক্রের সদস্যদের সেফ হেভেন অথবা নিরাপদ আশ্রয়স্থল বলা হয়। তবে স্টকলট নামের এই অবৈধ