News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

মেরিন ক্যাম্পাসে তালা দিলো শিক্ষার্থীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৭:৫৯ পিএম মেরিন ক্যাম্পাসে তালা দিলো শিক্ষার্থীরা

বন্দরে ঐতিহ্যবাহী বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আকরাম আলীর চরম উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে ক্রমই উত্তপ্ত হয়ে উঠছে মেরিন ক্যাম্পাস।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে গ্যাসের কারণে ছাত্রাবাসের ডাইনিং বন্ধ, মেরিন ক্যাম্পাসে নোংরা পরিবেশ ও করোনাকালীন সময়ে শীপট বন্ধ তা পুনরায় চালু করাসহ বিভিন্ন দাবিতে মেরিন ক্যাম্পসে বিক্ষোভসহ ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভরত বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা।

মেরিন টেকনোলজিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্যাম্পাসে তালা ঝুলানোর বিষয়ে সংবাদ পেয়ে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর ছিদ্দিক দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তিনি মেরিন টেকনোলিজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আকরাম আলীকে সাথে নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে শান্তনা প্রদান করলে শিক্ষার্থীরা মেরিন ক্যাম্পাসের তালা খুলে দেয়।

মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা জানান, আমরা মেরিন টেকনোলজিতে অধ্যয়নরত বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা নানা সমস্যায় রয়েছি। মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকরাম আলী স্যারকে আমাদের সমস্যার কথা বার বার জানালেও তিনি আমাদের কথা শুনেন না। এক পর্যায়ে মেরিন টেনোলজির বিভিন্ন কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা অধ্যক্ষের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে মেরিন ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয়।

এ ব্যাপারে মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকরাম আলী জানান, সোমবার সকাল ১১টায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের দাবির বিষয়টি সমাধান করা হয়েছে।

Islams Group
Islam's Group