News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৬:০৬ পিএম সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মো. লিয়াকত হোসেন খোকা।

বুধবার (২৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে সোনারগাঁ থানার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়, সোনারগাঁ জি আর ইনিস্টিউটিশন, তাহের উচ্চ বিদ্যালয়, বারদী রিবর বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনারগাঁ মহিলা কলেজের ১২ জন শিক্ষার্থীদের মাঝে ১২টি বাইসাইকেল তুলে দেন।

বাইসাইকেল বিতরণে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. দৌলত-অর রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উক্ত বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী মো. আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা ইঞ্জিনিয়ার মো. আরজুরুল হক, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমানস উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।

আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা ফজলুল হক মাস্টার, ইউপি সদস্য সাকিব হাসান জয়, ইউপি সদস্য মো. নাসির উদ্দিন। এসময় এমপি লিয়াকত হোসেন খোকা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ফেইসবুক মোবাইল ব্যবহারে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

Islams Group
Islam's Group