News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:৪৯ পিএম রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা 

রূপগঞ্জে প্রধান শিক্ষকের বেত্রাঘাত ও টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার অপমান সহ্য করতে না পেরে হানিফ মিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর কিটনাশক পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২০ নভেম্বর রবিবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী নিহত হয়।

হানিফ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার আজাহার মিয়ার ছেলে এবং স্থানীয় সাত্তার জুট মিলস মডেল হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন।

হানিফের মা নাজমিন বেগম জানান, রবিবার সকালে তার ছেলে হানিফ স্কুলে যায়। সেখানে একই স্কুলের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বেধড়ক পিটিয়ে জখম করে এবং টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়। সেই অপমান সহ্য করতে না পেরে রাগে অভিমানে বাড়ি ফিরে এসে কিটণাশক পান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ তার দোষ অস্বীকার করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখনো কেউ অভিযোগ দাযের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Islams Group
Islam's Group