News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

সিএসই এলিটকে সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৭:১৩ পিএম সিএসই এলিটকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসই এলিট দলকে সংবর্ধনা দিয়েছে সিএসই ডিপার্টমেন্ট।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান করা হয় এলিট টিমের সদস্যদের।

এর আগে, আরপিএসইউ স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত ‘আরপি সাহা স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট (মিনি) টুর্নামেন্ট-২০২২’ এ বিজয়ী হয় সিএসই এলিট টিম। টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট রায়হান তামজিদ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ হোসেইন সিয়াম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জরুরী। খেলায় হার জিত থাকবেই। কিন্তু সিএসসি দাপটের সাথে অপরাজিত চ্যাম্পিয়ান হয়ে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এর ধারাবাহিকতা ধরে রাখলে বিশ্ববিদ্যালয়ের বাইরেও তারা ভালো খেলে সুনাম অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন নাজমুল হাসান, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রবিউল হোসাইন, প্রক্টর কাজী লতিফুর রেজা ও সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. কিংকর প্রসাদ ঘোষ।

Islams Group
Islam's Group