News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯

মাসদাইরে নিউরন স্কুলে মত বিনিময় সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৯:০৮ পিএম মাসদাইরে নিউরন স্কুলে মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরস্থ অক্টো অফিসের মোড়ে অবস্থিত নিউরন স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রদান ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় সভা শনিবার (১০ সেপ্টেম্বর) স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নিউরন স্কুলের প্রধান শিক্ষক সুমি আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ শিক্ষক অ্যাডভোকেট রুবেল, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও নিউজ নারায়ণগঞ্জের সাংবাদিক শরীফ সুমন, একাউন্টিং শিক্ষক সাখাওয়াত হোসেন চিশতী, ইংলিশ শিক্ষক হারুন অর রশিদ, আওলাদ হোসেন রাসেল প্রমুখ।

মত বিনিময় সভায় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, শিক্ষার্থীরা বর্তমানে মোবাইলসহ বিভিন্ন ডিভাইসে আক্রান্ত। এটা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিপন্ন করছে। এছাড়া বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার নানা অবক্ষয় দেখা যাচ্ছে। যে কারণে শিক্ষার্থীদের বেশি বেশি নৈতিকতার শিক্ষা দিতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা বাহিরের খাবার বিশেষ করে জাঙ্ক ফুডের প্রতিও আসক্ত। এতে করে প্রায়শই শিক্ষার্থীরা নানা ধরনের রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে পড়ছে। অভিভাবকদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেন।

এছাড়া মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার মান উন্নয়নে নানা দিক তুলে ধরেন। পরে স্কুলটির পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।

Islams Group
Islam's Group