News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:২৬ পিএম হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

নারায়ণগঞ্জ হাই স্কুলে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত এক হাজার টাকা করে আদায় করায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক শিক্ষা বোর্ড নির্ধারিত টাকা নিয়ে সন্তানের ফরম পূরণ করতে গিয়ে ফিরে আসছে। একাধিক অভিভাবক অভিযোগ করেন তারা অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভূঁইয়ার কাছে আপত্তি করলে তাদের সাথে প্রধান শিক্ষকসহ সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং সাথী রানী সাহা খারাপ ব্যবহার করছেন। বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত একহাজার টাকা কেনো দিতে হবে এ ব্যপারে কোন উত্তর পাচ্ছেন না। শিক্ষার্থীদের ক্ষতি করা হবে এমন ভয়ে অনেক অভিভাবক বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করছেন।

এ ব্যাপারে একজন অভিভাবক আনোয়ার হোসেন জানান, তিনি একটি গার্মেন্টসে চাকরি করেন। তার ছেলে এই স্কুল থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) তিনি বোর্ড নির্ধারিত ২১৪০ টাকা নিয়ে ফরম পূরণ করতে গেলে অফিস থেকে জানানো হয় আরও অতিরিক্ত এক হাজার টাকা দিতে হবে। এই বিষয়ে হেড মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, গভর্নিং বডির সভাপতি চন্দন শীলের সিদ্ধান্তে এই টাকা নেয়া হচ্ছে। পরে তিনি টাকা অফিসে জমা দিলে তাকে অতিরিক্ত এক হাজার টাকার কোন রিসিট দেয়া হয়নি। পরে তিনি প্রধান শিক্ষককের কাছে রিসিট না দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি শিক্ষক মাহবুবুর রহমানের সাথে কথা বলতে বলে নিজের কক্ষ তালা দিয়ে বেরিয়ে যান। এসময় মাহবুবুর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি ধমক দিয়ে বলেন টাকার ব্যাখ্যা দেয়া যাবে না। ইচ্ছে হলে ফরম পূরণ করেন তা না হলে চলে যান। একই অভিযোগ অনেক অভিভাবকের।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছর মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ২০২০ টাকা বিজ্ঞান বিভাগের জন্য ২১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৪০০ শিক্ষার্থী আগামী বছর নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। একহাজার টাকা করে অতিরিক্ত আদায় করা হলে ৪ লাখ টাকা আদায় হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরীক্ষার সময় অতিরিক্ত খরচ হয়। তিনি জানান সভাপতির অনুমতি নিয়ে প্রত্যেক ছাত্রের কাছ থেকে একহাজার টাকা করে নেয়া হচ্ছে।

গভর্নিং বডির সদস্য দেলোয়ারা বেগম মায়া জানান, সভাপতির অনুমতি নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। এ টাকা শিক্ষার্থীদের কোচিং বাবদ খরচ করা হবে। ডিসেম্বর মাসে আরও এক হাজার টাকা নেয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুছ ফারুকী টেলিফোনে জানান, বোর্ড নির্ধারিত টাকার বেশি অতিরিক্ত টাকা আদায়ের কোন সুযোগ নাই। এজন্য স্কুলের এমপিও বাতিল হতে পারে। রিসিট ছাড়া অতিরিক্ত টাকা আদায় অনৈতিক কাজ বলে তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছর নারায়ণগঞ্জ হাই স্কুলে টেস্ট পরীক্ষা নেয়ার পর ৫ বিষয়ে ফেল করার পরও সে সকল শিক্ষার্থীদের বোর্ডের নির্দেশ অমান্য করে সকলকে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে কিন্তু কোন রেজাল্ট দেয়া হয়নি ফলে অভিভাবকরা জানতে পারেনি তার সন্তান কোন বিষয়ে কতো নাম্বার পেয়েছে।

Islams Group
Islam's Group