News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ে সেলিম ওসমানের ১৫ লাখ টাকার অনুদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৯:০৪ পিএম মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ে সেলিম ওসমানের ১৫ লাখ টাকার অনুদান

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বন্দরের মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা অনুদানের ঘোষণা করেছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য এবং স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাবের জন্য এই অনুদানের ঘোষণা দেন তিনি।

বন্দরের মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুইটি ভবনের উদ্বোধন ও ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে দুইটি ভবনের উদ্বোধন শেষে স্কুল মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমানকে উদ্দেশ্য করে কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। সেই সাথে সেলিম ওসমান স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন। পরে সেলিম ওসমান বক্তব্য রাখতে গিয়ে ১৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

সেই সাথে সেলিম ওসমান বলে দেন স্কুলের যেসকল উন্নয়ন করা প্রয়োজন সেগুলো যেন করা হয়। সেই সাথে স্কুলের শিক্ষার্থীদের গান-নাচ ও খেলাধুলাসহ আনুসাঙ্গিক কাজের জন্য ব্যয় করা হয়।

Islams Group
Islam's Group