বন্দরের মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুইটি ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্কুলে গিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই দুইটি ভবনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসামন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী ভূঁইয়া ও সহকারী প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার।
সহকারী প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান শুরু থেকেই আমাদের স্কুলের প্রতি নজর রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে উনার আর্থিক সহায়তায় স্কুলের অনেক সমস্যার সমাধান হয়েছে। সেই সাথে স্কুলের লেখাপড়ার মানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :