নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ এবং জমকালো আয়োজনে পালিত হয়েছে ফার্মাসিস্ট ডে-২০২৩।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপি আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ফার্মা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উৎসব পালিত হয়।
সকালে ফার্মাসি বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও অ্যাসোসিয়েশনের সদস্যরা র্যালির মাধ্যমে বরণ করে নেয় দিনটিকে। নানা রঙের ফেস্টুন-ব্যানারে সজ্জিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে কেক কেটে সেমিনারের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আরপিএসইউ’র উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। রিসোর্স পারসন ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার নাসিরুদ্দিন গাজী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর আসিফ হাসান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মেম্বার মহাবীর পতি, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আবু আলম মো. শহীদ খান, আরপিএসইউ পরীক্ষা নিয়ন্ত্রক ড. তরিকুল ইসলাম এবং রেজিস্ট্রারর সরকার হীরেন্দ্র চন্দ্র।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. অপূর্ব কুমার বর্মণ। দিনের পরবর্তী অনুষ্ঠানের পোস্টার প্রেজন্টেশন এবং ফার্মা অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে পোস্টার প্রেজেন্টেশন এবং ফার্মা অলিম্পিয়ার্ড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :