News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

দুর্নীতির দায়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগ না দিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৬:১৬ পিএম দুর্নীতির দায়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগ না দিতে মানববন্ধন

দুর্নীতির দায়ে বরখাস্তকৃত সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে পুনরায় নিয়োগ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কদমতলী এলাকার এমডব্লিউ স্কুলের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনকালে শিক্ষার্থীরা ও অভিভাবকরা বলেন, বরখাস্তকৃত প্রধান শিক্ষক নাজমুল হুদা যোগদানের প্রথম ৫ মাস ২১ দিনের মধ্যে মোট ৯১ দিনই স্কুলে অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ২০২০ সালে মহামারি করোনার পরিস্থিতিতেও শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি এবং পরীক্ষা ফি বাবদ স্কুলে মোট ১২ লাখ ৬৩ হাজার ৪৯৯ টাকা আদায় হয়। তবে আদায়কৃত পুরো টাকা থেকে ওই শিক্ষক ব্যাংকে জমা করেছিল মাত্র ৪ লাখ ৮৬ হাজার ৩০৫ টাকা। আর অবশিষ্ট টাকা সে নিজে আত্মসাৎ করেন।

শাহীদা আক্তার নামের এক অভিভাবক জানান, করোনা ভাইরাসের পরিস্থিতি যখন ভয়াবহ তখন আমাদেরকে চাপ প্রয়োগ করে বেতনসহ যাবতীয় খরচ নিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে জানতে পারলাম সে ওই অর্থের অধিকাংশ টাকা হাতিয়ে নিয়েছেন। যার কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি তাকে পুনরায় নিয়োগ দেয়া হবে। আমরা তাকে আর এই স্কুলে চাই না।

সানজিদা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই ভালো একজন প্রধান শিক্ষক। নাজমুল হুদা স্যার একজন দুর্নীতিবাজ শিক্ষক। তাই তাকে পুনরায় নিয়োগ দেয়ার বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান মতি জানান, দুর্নীতির দায়ে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্তকৃত শিক্ষক এখানে পুনরায় যোগদানের গুঞ্জনে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করেছে।

এ বিষয়ে জানতে বরখাস্তকৃত প্রধান শিক্ষক নাজমুল হুদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

Islams Group
Islam's Group