নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিতব্য সিরাত পাঠ ও প্রতিযোগিতায় পুরস্কারে মিলবে নগদ অর্থ। চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ দাওয়া ও প্রকাশনা বিভাগ নারায়ণগঞ্জের পক্ষ থেকে সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দু’টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ১৪৪৪ হিজরি- এর মত এবছরও (১৪৪৫ হিজরী) চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ দাওয়া ও প্রকাশনা বিভাগ নারায়ণগঞ্জের পক্ষ থেকে সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ১২ থেকে ততুর্ধ বয়সীদের জন্য ‘আর রাহীকুল মাখতুম’ (সম্পূর্ণ) বইটি নির্বাচন করা হয়েছে। ১২ থেকে নিচের দিকে শিশু-কিশোরদের জন্য ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ (সম্পূর্ণ) বইটি নির্বাচন করা হয়েছে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন করতে কোন ফি লাগবে না।
নিবন্ধন ফরমে থাকা ক্রমিক নং টি খুব ভালো করে সংরক্ষণ করুন, যা টপ টেইন গুগল ফরমে উল্লেখ করা বাধ্যতামূলক।
প্রথম পুরস্কার : নগদ ৫০০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
দ্বিতীয় পুরস্কার : নগদ ৩০০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
তৃতীয় পুরস্কার : নগদ ২০০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
বিশেষ দ্রষ্টব্য :
১। নিবন্ধন ও পরীক্ষা কার্যক্রম সবকিছুই অনলাইনে করতে হবে ইনশাআল্লাহ।
২। এ বছর মাদরাসার শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
৩। শুধুমাত্র উক্ত বই পড়ে শেষ করতে পারলেই থাকছে আকর্ষণীয় সান্তনা পুরস্কার ও সার্টিফিকেট।
৪। উক্ত প্রতিযোগিতায় দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে আমরা প্রতিযোগীর ঠিকানায় কুরিযারের মাধ্যমে তার প্রাপ্য পুরস্কার পাঠিয়ে দিব ইনশাআল্লাহ।
৫। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।
https://psoftbd.com/registration_form.php
৬। অথবা কিউ আর কোডটি স্ক্যান করুন।
৭। বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://www.facebook.com/groups/269051169347960/?ref=share
৮। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উল্লেখিত ফেসবুক গ্রুপে ১১ অক্টোবর ২০২৩ রোজ বুধবার জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ : ০১৯১৮-৪৩৮৫৪৭
আয়োজনে : চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ দাওয়া ও প্রকাশনা বিভাগ, নারাযণগঞ্জ।
আপনার মতামত লিখুন :