News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ডিসেম্বরের মধ্যেই শেখ জামাল স্কুলে পাঁচতলা ভবন সম্পন্নের ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:৩৬ পিএম ডিসেম্বরের মধ্যেই শেখ জামাল স্কুলে পাঁচতলা ভবন সম্পন্নের ঘোষণা

আগামী ডিসেম্বরের মধ্যেই বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ৫ তলা ভবন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে শিক্ষার্থীদের উন্মক্তভাবে পড়াশোনার ব্যবস্থা করা হবে।

শনিবার শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের বাস্তাবায়নে এই কাজের উদ্বোধন করা হয়।

সেলিম ওসমান বলেন, এই স্কুলটা আমরা তিন তলা পর্যন্ত করেছিলাম। আমরা আবার নতুন করে শুরু করলাম। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল আমাদের ২৫ লাখ দিয়েছেন। আমরা সেটা দিয়ে কাজ শুরু করলাম। আশা করি এই স্কুলই সর্বপ্রথম পাঁচতলা সম্পন্ন হবে এবং লিফটের দ্বারা ছাত্রছাত্রীরা উপরে যেতে পারবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই আল্লাহ আমাকে হায়াত দেন যেহেতু এটা শেখ জামালের নামে স্কুল আমি একসাথে তার সাথে পড়াশোনা করেছি এই স্কুলটা সম্পন্ন করবো। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করে আমাদের বাচ্চাদের উন্মক্তভাবে পড়াশোনা করতে পারবে।

Islams Group
Islam's Group