News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

স্কুলের ছাদবাগান নির্মাণে সাড়ে ১৭ লাখ টাকার পুরস্কার ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১১:৫৫ পিএম স্কুলের ছাদবাগান নির্মাণে সাড়ে ১৭ লাখ টাকার পুরস্কার ঘোষণা

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের প্রতিটি স্কুলে ছাদবাগানের কথা বলছেন। সেই সাথে ছাদবাগানের জন্য তিনি পুরস্কারের ঘোষণাও দিয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পুরস্কারের ঘোষণা দেন।

সেলিম ওসমান বলেন, আমি স্কুলে স্কুলে বসতে চাই। অন্তত তিনটা বিজ্ঞান মেলার ব্যবস্থা করা হোক। আমরা সেখানে সরকারি সাহায্য ছাড়াই ১০ লাখ টাকা বরাদ্দ দিবো। স্কুলগুলোতে ছাদবাগান করতে হবে। ফুলে ফুলে ভরে দেয়া হোক। যে স্কুলটা ১ম হবে সে স্কুলকে ১০ লাখ টাকা, যে স্কুল দ্বিতীয় হবে সে স্কুলে ৫ লাখ টাকা এবং যে স্কুল তৃতীয় হবে সে স্কুলে আড়াই লাখ টাকা দিবো। আমাদের বাচ্চাদের বুঝতে হবে একটা গাছ লাগালে দেশের কত উপকার হয়। মানুষের কত উপকার হয়।

Islams Group
Islam's Group