মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের সাথে হাসি খুশিতে মেতে উঠলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। একজন সংসদ সদস্য হয়েও ছোট ছোট শিক্ষার্থীদের কাছে তিনি যেন বন্ধুর মতো। সেলিম ওসমানকে দেখেই ছোট ছোট শিশুরা তার কাছে এগিয়ে আসেন। সেই সাথে দাদু সম্বোধন করে সালাম দিয়ে বলেন কেমন আছেন। সেলিম ওসমানও তাদের সালামের উত্তর দেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রসার হিফজ বিভাগের ছাত্রদের জন্য নির্মিতব্য ভবন কাজের পরিদর্শনে যান সেলিম ওসমান। সাথে নিয়ে যান তার সহধর্মিণী নাসরিন ওসমানকে।
সেলিম ওসমান যাওয়ার আগে থেকেই ছোট ছোটো শিশুরা হাশি-খুশি মনে অপেক্ষা করতে থাকেন কখন তাদের দাদু আসবে। সেই সাথে সেলিম ওসমান মাদ্রাসায় পৌঁছার সাথে সাথেই শিশুরা এগিয়ে এসে সালাম দেন। সেলিম ওসমান উত্তর দিয়ে বলেন আজ আমার সাথে তোমাদের দাদিকেও নিয়ে এসেছি। পাশাপাশি নাসরিন ওসমানও এগিয়ে গিয়ে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দেন।
সেলিম ওসমান ওমরা হজ পালন করতে গিয়ে মক্কা শরীফ থেকে ছোট ছোট শিশুদের জন্য আজওয়া খেঁজুর ও জমজমের পানি নিয়ে আসে। একই সাথে দায়িত্বরত শিক্ষককে বলে দেন যেন সবাইকেই এই পানি ও আজওয়া খেঁজুর দেয়া হয়।
এসময় সেলিম ওসমান বলেন, আমি চাই আমার মৃত্যুর পর এদের কাছে যেন আমার লাশটা হস্তান্তর করা হয়। এখানে এতিমখানা থাকবে। যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে এই গোরস্থানে যেন আমার কবরটা দেয়া হয়।
আপনার মতামত লিখুন :