দি অপটিমিষ্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩৪ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ৪ লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলাধীন বিভিন্ন স্কুলের দশম শ্রেণির মেধাবী ও সুবিধাবঞ্চিত ৩৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে এবং বিশ^বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা যা সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা পরিচালক মুহাম্মদ ইউসুফ মিয়া, বাংলাদেশ ডেস্কের সচিব মো. আব্দুল করিম, পরিচালক (অর্থ) মো. শহীদুল ইসলাম এবং সমাজসেবক ও নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক প্রতিনিধি মো. খোকন মিয়া এবং বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ।
আপনার মতামত লিখুন :