নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যান না কেন সেখানকার শিক্ষার্থীরা তাকে অত্যন্ত আপন করে নেন। ছোট ছোট ছেলে মেয়েরা দাদু দাদু বলে সেলিম ওসমানের কাছে এসে ভিড় করতে থাকেন। সেলিম ওসমানও তাদেরকে নাতি সম্বোধন করে বুকে টেনে নেন।
শিক্ষার্থীরাও তার সাথে বন্ধুত্বসুলভ আচরণে মেতে উঠেন। সেলিম ওসমানও তাদেরই একজন বন্ধু হিসেবে পরিণত হয়ে যান। সেই সাথে সকলেই সেলিম ওসমানকে কাছে পেয়ে সেলফিতে মেতে উঠেন। সেলিম ওসমান হাসি খুশি মনে তাদের সাথে সেলফি তুলায় ব্যস্ত হয়ে পড়েন। আর সকল শিক্ষার্থীরা ইচ্ছামতো সেলফি তুলে নেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজেও এমন দৃশ্য পরিলক্ষিত হয়। এদিন স্কুল অ্যান্ড কলেজের নব নির্মিত ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন করা হয়। আর এই উদ্বোধনকে ঘিরে সকল শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। সেই সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমান।
আর সেলিম ওসমানের উপস্থিতি মানেই শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ। সেই আনন্দে সকাল থেকেই শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন কখন সেলিম ওসমান আসবেন। অবশেষে সেলিম ওসমান তার সহধর্মিণী নাসরিন ওসমান বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করেন। শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।
বিদ্যালয়ের ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন শেষে বক্তব্য শুরু হয়। বক্তব্য চলাকালীন সময়ে মঞ্চ থেকে সেলিম ওসমান কিছুক্ষণ সময়ের জন্য নামলে সেখানেই সেলফিতে মেতে উঠেন শিক্ষার্থীরা। এরপর বক্তব্য শেষে শিক্ষার্থীীদের মন রক্ষার্থে খুবই অল্প সময়ের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সাংস্কৃতি অনুষ্ঠান চলাকালীন সেলিম ওসমান নিজে চেয়ার থেকে উঠে গিয়ে পারফর্ম করা শিক্ষার্থীদের সাথে ছবি তুলেন। আর এই বিষয়টি শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
অনুষ্ঠান শেষে সেলিম ওসমান যখন চলে যাচ্ছিলেন তখন শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েন সেলফি ও ছবি তোলার জন্য। সেই সাথে সেলিম ওসমান দীর্ঘ সময় নিয়ে তাদের সকলকে সেলফি ও ছবি তোলার সুযোগ করে দেন। পাশাপাশি সকলেই তার সাথে হাত মিলাতে ব্যস্ত হয়ে পড়েন।
জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই সেলিম ওসমান শিক্ষার্থী তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেকে উজার করে দেন। শহর ও বন্দরের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই তার উন্নয়নের ছোঁয়া রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি অনুদানের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও একের পর এক কাজ করে চলেছেন। শিক্ষর্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে তাদের পড়ালেখায় উৎসাহিত করে আসছেন। শিক্ষার্থীদের ভ্রমণের জন্য আলাদা বাসের ব্যবস্থা করেছেন।
আপনার মতামত লিখুন :