নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং তার স্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী নাসরিন ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে সারা জীবন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন।
কারণ সেলিম ওসমানের কারণেই নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের টিকে রয়েছে। সেলিম ওসমান পাশে না দাঁড়ালে হয়তো এই প্রতিষ্ঠানটির অস্তিত্ব থাকতো না।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নব নির্মিত ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ সায়মা খানম বলেন, আমার অনুপ্রেরণা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। আমি তার কাছ শিখেছি কোনো কিছু অসম্ভব নয়। নাসরিন ওসমান ভাবী তিনি নিজেই নিজের তুলনা। তাকে দেখে নারী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আমার স্কুল অ্যান্ড কলেজকে পুনর্জন্ম দিয়েছেন। আমি যখন কোথাও কোনো সহযোগিতা পাচ্ছিলাম না তখন সেলিম ওসমান নিজে আমার প্রতিষ্ঠানের জন্য ৪৭.৩৭ শতাংশ জমি কিনে দিয়েছেন। এই জমিটিও তিনি বিদ্যালয়ের নামে ক্রয় করেছেন। নিজ অর্থায়নে স্কুলের ভবন করে দিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।
এদিকে সেলিম ওসমানও বক্তব্য রাখতে গিয়ে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমকে নারায়ণগঞ্জের নক্ষত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
আপনার মতামত লিখুন :