News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

বন্দরে অভিভাবক সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৮:২৩ পিএম বন্দরে অভিভাবক সমাবেশ

বন্দরে নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম ২০২২’র বিস্তরণ উপলক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মে) সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা পরিদর্শক হাসিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য।

এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির সব শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত ইমানদার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।

এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য শরিফ মোল্লা, শাহাবুদ্দিন সাবা, আনিছুর রহমান, মাঈনউদ্দিন মানু, আমান উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Islams Group
Islam's Group