News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

চেষ্টা করেছি এলাকার মানুষকে শিক্ষিত করার: সেলিম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১১:১৭ পিএম চেষ্টা করেছি এলাকার মানুষকে শিক্ষিত করার: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি আমার এলাকার মানুষ যেন শিক্ষিত হয়। আমার এলাকার মানুষ যেন লেখাপড়া করে। আল্লাহর রহমতে আমি ব্যক্তিগতভাবে ১০টি স্কুল স্থাপন করতে পেরেছি।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহরের পশ্চিম দেওভোগ এলাকার বিদ্যানিকেতন হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেলিম ওসমান বলেন, আমি এখন গাজী হয়ে বেঁচে আছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কাজ করবো। আমাদের কাজ একটাই। আমাদের ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা পড়াশোনা করবে। পাশাপাশি দেশের ইহিতাস সম্পর্কে জানার চেষ্টা করবে। বঙ্গবন্ধু যদি জন্ম না নিতো তাহলে আমরা বাংলাদেশ পেতাম না। তোমাদের বুঝতে হবে। তোমাদের ভুল বোঝানোর চেষ্টা করা হবে। কোনো রকম ভুল না বুঝে বঙ্গবন্ধুর আদর্শে একজন মানুষ হওয়ার চেষ্টা করবে। তোমাদের মাধ্যমেই সোনার বাংলা গড়ে উঠবে।

Islams Group
Islam's Group