নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তোমরা তোমাদের ভালোবাসো। তোমারা যদি তোমাদের ভালবাসতে পারো তাহলে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহরের পশ্চিম দেওভোগ এলাকার বিদ্যানিকেতন হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিয়াকত হোসেন খোকা বলেন, জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণ করবে তোমরাই। তোমাদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। তোমরা শুধু বিদ্যাপাঠের মধ্যে নয় সুশিক্ষিত হতে হবে। আদর্শ নাগরিক হতে হবে। এদেশের নেতৃত্ব দিতে হবে।
আপনার মতামত লিখুন :