নুর জাহান বেগম আল ইসলামিয়া আদর্শ মহিলা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ফতুল্লার দাপা ইদ্রাকপুরের হাজী বাহার আলী মসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে কিতাব, জায়নামাজ ও গিফটবক্স প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী গাজী মো. আককাস আলী।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ও চেঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক আশুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, মোহাম্মদ আনারুল ইসলাম আনার ও মো. নাসিরউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য উপদেশ প্রদান করেন।
নুর জাহান বেগম আল ইসলামিয়া আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা সাব্বির আহমাদ ফয়জির সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী ও সকল অভিভাবক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :