দ্বিতীয় অবরোধে দুর্বল বিএনপি
দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে দুর্বল বিএনপির দেখা মিলেছে নারায়ণগঞ্জজুড়ে। গত তিনদিনের টাকা অবরোধ চলাকালে বিএনপির নেতাকর্মীরা যতটা সহিংস আচরণ দেখিয়েছে, রোববারের অবরোধে তার থেকে অনেকটাই নমনীয় ছিলো তারা। তবে এই নমনীয়তাকে বিএনপির দুর্বলতা বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা।